স্বপ্নের দেশ..আহা স্বপ্নতেই বেশ,
ঘুম ভাঙা চোখ,পুলকিত হোক,
লেগে থাকে রেশ,
অপরূপ বেশ।
অদ্ভুত আলো
কে জ্বালালো!
সুখ ভরায় মন
এক বুক আলোড়ন।
আমি তুমি ছুটে যাই স্পর্শ সুখ সন্ধানে,
মানবতা গড়ে দেয় সম্পর্ক সেতু বন্ধনে।
স্বর্ণালী দিন ডাকে
স্বপ্নরা জেগে থাকে।
এক অদ্ভুত মাদকতা,
রাতের ঐ আঁধার,
ঘুম ঘুম ধাঁধার,
স্থায়ী হোক জয়ী হোক
স্বপ্নরা আসুক ঘুরে,
স্বপ্নালু চোখে পথ হাঁটছি আমি আজও
ঘুম সাগরে ডুব,এক বুক স্বপ্ন সমুদ্দুরে।