লঙ্কা জিরে ফোড়ণের,অগোছালো জীবনে
কর্পূরের মতো উবে যাওয়া এক চিমটে সুখ
টোকা দেয় মাটির লক্ষী ভাঁড়।
অবিন্যস্ত ছড়ানো ছিটানো,বাসি জামা কাপড়,
মেঝের দাগ,বোঁটকা গন্ধ ছবি আঁকে
পরিশ্রান্ত জীবনের দেওয়াল ক্যানভাসে।
উড়তে চাওয়া,মুষ্টিবদ্ধ স্বপ্ন,ডানা মেলে..
আচঁলে বাঁধা আকাশ,ছোঁয় মধ্যবিত্তের দিনলিপি,
তবু জেদের রামধনু আবিরে,
কিছু করতে চাওয়ার ইচ্ছায় পথিক হয়ে পথ হাঁটি।