যেতে গিয়েও যেতে পারছি না
রাস্তা জুড়ে পরম চোখের পাতা ,
দৃষ্টি পুরে রেখেছো সন্ধানী
শুকনো শিরায় পাথেয়- উদ্গাতা ।
বীজের ভিতর গুমোট অসময়
বিষ বিষাদে পুড়িয়ে দিচ্ছে বন ,
পেখম প্রেমের স্বপ্ন মোহন মেঘে
মেঘ মানে তো বৃষ্টি হবার মন ।
সকাল যখন এগিয়ে হলো দুপুর
দুপুর খোঁজে সকালবেলার আলো ,
আলোর কি আর বয়স কমে বাড়ে ?
ভুল ভাঙিয়ে ধুম্ এসো জমকালো ।