পক্ষীরাজের ঘোড়ায় চেপে দিয়েছি লাগাম কষে,
আঁখি পল্লবে ভিড় করেছে স্বপ্নরা আবেশে।
স্বপ্ন খেয়ায় পার হয়ে যাই মনের যত বাঁধন,
অবলীলায় সাঙ্গ হয় অসাধ্য সব সাধন।
স্বপ্ন দেখি আমার মায়ের উপচে পড়া সুখ,
জনমদুখী বাবার আমার গর্বে উজ্জ্বল মুখ।
স্বপ্ন দেখি সব শিশুরাই পাচ্ছে মায়ের কোল,
আনন্দের হট্টমেলায় শৈশব কলরোল।
স্বপ্ন দেখি চলেছি আমি মেঘের বুক ফুঁড়ে,
আমার মতোই কোনো নারী হাওয়াইজাহাজে উড়ে।
স্বপ্ন দেখি ডুব দিয়েছি অতল সাগর তলে,
রত্ন খোঁজে রত্নাবলী রত্নের কথা বলে।
স্বপ্ন দেখি আমার দেশের মাটিতে সোনা ফলে,
প্রার্থনা আর আজানের সুরে ঐক্যতান তোলে।
দুহিতারা আর না কভু ধর্ষিতা বা বনিতা,
পরিচয় হোক শুধুই আজ মাতৃরূপেণ সংস্থিতা।
স্বপ্ন দেখি কবে আমার স্বপ্ন পূরণ হবে!
সুদিনের আলোয় দুঃস্বপ্নের কালরাত ফুরাবে।
অতীতের মিছে হাতছানিতে করি না দুঃখ যাপন,
স্বপ্ন দেখি ভবিষ্যতের আশার আলোর উদ্বোধন।।