ঘুমের রেশে চাঁদের দেশে ঘুরছে খুকু
স্বপ্নপরী দেখায় তাঁকে
আদর করে
সোহাগ মাখে।
নীল আকাশে মেঘের খেলা দারুণ লাগে
মেঘের বলে নিচ্ছে তুলে
আহ্লাদেতে
উঠছে ফুলে।
হঠাৎ করে বললো খুকু স্বপ্ন পরী
দেখবো চলো চাঁদের বুড়ি
বয়েস শুনি
হাজার কুড়ি!
কাটছে সুতো চরকা নিয়ে গাছের তলে
শুনেছি তাঁর গল্প কত
চুলটা নাকি
শনের মত!
ঘুমের মাঝে ধাক্কা লাগে সটান জোরে
চমকে খকু নয়ন খুলে
দেখলো মাকে
হাসছে ফুলে।
ওঠনা মেয়ে দ্যাখনা চেয়ে অনেক বেলা
দুধটা খেয়ে অঙ্ক কষে
বানান লিখে
শিখিস বসে।
স্বপ্ন কথা পড়তে মনে খিলখিলিয়ে
হেসেই খুকু জড়ায় মাকে
মায়ের গালে
আদর আঁকে।
শুনবো মাগো তোমার কথা রাখছি বলে
বিকেল বেলা সবাই মিলে
করবো খেলা
খুশির ঝিলে।