স্বপ্নে পোঁতো আশা (Swapne Poto Asha)
বৃক্ষ ফলবান , মেঘও মধুমতী
তবুও হাহাকার তবুও দুর্গতি !
মাটির মনে মন , শেকড়ে কানাকানি
রস তো অফুরান , তবুও হানাহানি !
সাগর- সিঁড়ি বেয়ে প্রাণের স্পন্দন
লড়াই এ জয়ী , তবু বিলাপে বন্ বন্ !
পাহাড় ভরসায় ঝর্না নির্ভয়
একলা ঝাঁপতালে , তবুও সংশয় !
বীজের ঠোঁটে ঠোঁটে ছায়ার জামদানি
কৃপণ তবু প্রেমে , হৃদয়ে টানাটানি !
কিন্তু কেন ‘ তবু ‘ শব্দ এতোবার ?
স্বপ্নে পোঁতো আশা , স্বপ্নে পারাবার।