ছুটে আসে নাম নিয়ে তোর
খামখেয়ালী ওই নতুন ভোর
কত স্বপ্ন জাগে তাই যে মনে
রঙিন হয় কারণে অকারণে।
মন হয় মাতাল তোর পরশে
ডুবতে চায় সে যে সুখ হরষে
আজ রেখে চোখ ওই চোখে
খুঁজে পায় সুখ তোর ঐ’বুকে।
মন চায় ছুঁয়ে তোর ঠোঁটে
একটু আদর যদি জোটে
মন তোকে এভাবেই চায়
ব্যথার নদী স্রোতে হারায়।