কল্পনার এক রেলের যাত্রী হতে চাই আমি!
যে আমাকে নিয়ে যাবে আমার স্বপ্নের দেশে
যেখানে…
নেই কোনো সিগন্যাল,নেই লাল বাতি,
নেই হুইসেল, নেই কোনো হুড়োগুড়ি
নেই কোনো নির্দিষ্ট রেল লাইনও ।
যেখানে…
নেই দিগন্ত মিশ্রিত কল্পনার নারীর মুখ
নেই মোনালিসা,নেই নীরা বা বনলতা !
নেই বিরহ,নেই কান্না,নেই দুঃখ,নেই বিষাদ
নেই সেতারের করুন সুর,নেই গিটারের ঝংকার,,
নেই মান-অভিমান,নেই কোনো লাজ-লজ্জা,
নেই শরীরের রক্ত বিন্দু দিয়ে ব্যথিত গান।
নেই বিচ্ছেদ, নেই স্বার্থ পরতা, নেই বিদ্বেষ!
নেই আলো-আঁধার মেশানো বিষাদ সন্ধ্যা ,
নেই অদ্ভুত ভুতুড়ে আলোয় কোনো সড়ক
সব কিছু আস্তমিত সূর্যের মতো ডুবে গেছে
পুব থেকে পশ্চিম!
যেখানে..
নেই কোনো রাজনৈতিক দলাদলি
নেই কোনো জাতিভেদ,নেই কোনো আলাদা ধর্ম
যেখানে একটাই দল,একটাই জাতি, একটাই ধর্ম!
একটাই বাণী সবার মুখে –
‘আমি মানুষ আমারও অধিকার আছে মনুষত্বে’