স্বপ্ন পরি মিষ্টি হেসে আদর করে
ডানায় করে নিয়ে গেল পরিরদেশে
অতি সুন্দর দেশটা দেখে সোনা মনি
হাসে মুখ ভরে।
ফুলের বনে খেলা ফুল পরি সনে
ফুল গহনা পরে সোনা খুব হাসে
পরি রানি ফুলে গড়া জামা দিলে
পুলক লাগে মনে।
চাঁদ বুড়ি পিঠে নাড়ু দিলে খেতে
হাত পেতে নেয় সোনা খুশি হয়ে
টুক করে নত হয়ে পেন্নাম টা করে
আহ্লাদে সে মেতে।
কত তারা নভে ঝলো মলো করে
অরূপ আলো যে দেখে ভরে মন
চাঁদ মামা দিলে হামি লাগে ভালো
হাসে ফিক করে।
তেষ্টা যে পেতে সোনা চারপাশ চায়
স্বপ্ন পরি নিয়ে ঝর্ণা ধারে গেলে
অঞ্জলি ভরে যবে নিয়ে খেলো জল
দুচোখে খুশিটা ছায়।
পরি রানি হাতে দেয় তারা ফুলে
আচমকা যে কার ডাকে ঘুম ভাঙ্গে
চোখ মেলে সোনা চেয়ে দেখে মাকে
হাসে দুলে দুলে।