খুব আশা নিয়ে একটা বীজ পুঁতে ছিলাম
আমার মনের একদম গভীরে!
এতদিন কেটে গেলো কিন্তু চারা হলো না
সেটা কি হারিয়ে গেলো পরিচর্যার অভাবে?
জল,আলো,বাতাস- সব দিয়েছিলাম!
তবুও….
খুঁজে বেড়াই তাকে কখনো নীল আকাশে,
কখনো সবুজ ঘাসে বা মাঠের ফসলে
কখন লাল রক্তে বা মগজে।
খুঁজতে থাকি একটি একটি হৃদয়
আর একটি একটি মস্তিস্ক
আমার সেই প্রিয় বীজটিকে।
কোথায় যে হারিয়ে গেলো…
দিন কাটে রাত আসে
নির্ঘুম রাতের তারাদের
মাঝেও খুঁজে বেড়াই
অমি কিন্ত সেই বীজটি থেকে
চারা ফোটাতে পারলাম না !
পারো কি তোমরা সেই আমার প্ৰিয়
শুদ্ধ বিজটিকে ফিরিয়ে দিতে!
রাতের বিছানায় শুতে গেলে
আতঙ্ক ছেয়ে আসে-
বিছানা যেন অগ্নি কুন্ড।
বালিশের তুলোগুলো ঝড়ের
হওয়াতে ঘরময় উড়তে থাকে!
অমি প্রানপন খুঁজেতে থাকি
আমার প্রিয় বীজটিকে,
রাতের পর রাত দিনের পর দিন!
ফিরিয়ে দাও আমাকে আমার
প্ৰিয় বীজটিকে একবার
অমি চেষ্টা করি চারা ফোটাবার!