অনেকটা পথ চলে এসেছি নির্ভাবনায়,
ক্লান্তিগুলো সাথে সখ্যতায় সহবাসে লিপ্ত হয়ে গেছে,
বেহিসেবী ভীড়ের মাঝে ঠাহর হয়নি মুখের মুখোশ, সমান্তরাল রেখা বরাবর দীর্ঘ আলোছায়ায় খুঁজি চেনা চোখ।
এলোমেলো পথচলাতেই চঞ্চল উৎসের পাটাতন,
জলরাশিতে উদ্বেলিত কিছুটা স্বস্তির ঘেউ,
অভিমানের বৃষ্টিভেজা চোখে দেখেছিলাম প্রকৃতির মেখলা,
চাইলেই কি ফেরা যায় স্মৃতিচিহ্নের বিকেলে?
স্তিমিত শব্দরাশি নিঃশব্দে ইচ্ছের ঘুড়ি ওড়ায়,
তপ্ত দুপুরের সন্তাপ আলো জলীয়বাষ্পে মত্ত,
একটুকরো মেঘের ভাসমান পালককে চাই সাক্ষী রেখে,
ভাবনার সামঞ্জস্য ঠিক বজায় রেখে খুঁজে নেব শীর্ণ পথ।
ক্লান্তির চোখেমুখে দিই শীতল ঝাপটার পরশ,
কোলাহল থেমে গেছে অনেকটাই সম্পর্কের উষ্ণতা ছুঁয়ে,
অনুভূতির রেশ ধরে রাখে আষ্টেপৃষ্ঠে স্বপ্নফেরির মাদকতা।