বিশুদ্ধ প্রেম মাতাল তুমি,
তবুও অবলীলায় নিজেকে বলো অপ্রেমিক!
স্পর্শ না করেও কেউ মনের
অলিন্দে শিহরণ তোলে,
ওঠায় তীব্র ঝড়।
অভিসারে চলে বিরহিনী রাধা
তুমি যাও তার কাছে, সুখী হও।
পর্ণমোচী কুটিরে বেঁধো আলোমাখা স্বপ্নঘর!
সম্পর্কিত পোস্ট
শক্তিদায়িনী মা.. || Nivedita De
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
শরতের শিশির ভেজা শিউলি ফুলের সুবাসে আকাশে বাতাসে ভাসমান মেঘে…
তুই যদি হোস নদী আমি তোর বুকে অনন্ত জলরাশি || Nivedita De
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
যেকথা কাউকে যায় না বলা,সেকথা একমাত্র তোকেই বলতে পারি।এমন ভাবনায়…
অণুভবে তুমি.. || Nivedita De
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
জানি প্রিয়,আমার তুমি টা এমনই,খামখেয়ালি ছন্নছাড়া ভীষণ।রাগ করেও বলো,রাগ তো…