দেখতে দেখতে সকাল হলো,বিকেল হলো
দিন দুপুরেই হারিয়ে গেলো
ঝাঁ ঝাঁ রোদের আলো
থিকথিকে অন্ধকারে থমথমে চারপাশ
জড়িয়ে আছে দিনের আঁধার মেঘলা আকাশ
ঢালো, দু’চোখে যত পারো স্বপ্ন ঢালো
স্বপ্নের ভেতর ভবিষ্যৎ
জীবনভর স্বপ্নের আবেগে ভাসা
সুখ দুঃখের দোলায় চড়ে
এই জনমের যাওয়া আসা
মাঝেমাঝে দ্বিধা আর মাঝেমাঝে দ্বন্দ্বে মিছে মায়ায় কান্নাকাটি সকাল আর সন্ধ্যে
স্বপ্নগাথায় জড়িয়ে থাকে স্মৃতির জঞ্জালও ।