প্রাণের টান যে আছে দেশের জন্য,
দেশের মাটি শীতলপাটি জানি;
দেশের আলো হাওয়ায় জীবন ধন্য
ফলে জলে হলাম পুষ্ট মানি।
স্বদেশ আমার বিশ্ব মাঝে সেরা,
দেশের মাঠে সোনার ফসল ভরা;
ঝর্ণা,পাহাড় সাগর নদী ঘেরা,
চাষির মনে উপচে সুখের ঘড়া।
গাছের শাখে পাখির মধুর ডাকে,
ফিঙে চড়ুই বসে ঝিঙে ক্ষেতে;
দেখতে ছুটি কোথায় তারা থাকে,
খুনসুটিতে উঠছে তারা মেতে।
নদীর বুকে ভাটিয়ালি গানে,
মাছরাঙা ধায় হুশ করে যে ওড়ে;
পরাণ মাঝি সুখে দাঁড় টা টানে,
দৃষ্টি আমার সেদিক পানেই জুড়ে।
হানবে যারা আঘাত দেশের বুকে,
উঠবো সবাই প্রতিবাদে রুখে;
পণটা রাখলে দেশের তরে সবে,
মানব জনম তবেই সফল হবে।