বুকের ভেতরে যে কিছু একটা হচ্ছে
সারাক্ষণ কেমন উথালপাতাল হচ্ছে
আর বুকের শব্দ থেকে গড়িয়ে গড়িয়ে নামছে যে
ভাঙচুর শব্দ ও শব্দময়তা বুঝতে পারি
এবং এই ভাঙচুরময়তার ভেতর থেকে
বেরিয়ে আসতে আসতে আর নিজেকে পড়তে পড়তে
বুঝতে পারি
বুকের ভেতর এই যে কিছু একটা হচ্ছে
তার পেছনে আছে যেমন নতুন একটা কিছু
লেখার অসম্ভব ইচ্ছের উন্মুখ মুহূর্ত
তেমনি আছে তোমাকে নতুন করে স্পর্শ করারও
প্রচন্ড ইচ্ছের উন্মুখ মুহূর্ত
অথচ ভাঙচুর শব্দ ও শব্দময়তা যত কাছাকাছি আসে
ততই যেন শব্দহীন হয়ে যায়
আর ভাব -ভাবনা, আবেগ-কল্পনাগুলো
যেন কিছুতেই লেখায় প্রণোদিত করেনা
তখন ভীষণ কষ্ট হয়, যন্ত্রণা হয়,
দুঃখ হয় লেখায় আমার না বলা কথাগুলো
কিছুতেই বলতে পারছিনা বলে
এরকম হয়তো অনেক কিছুই অনেকের মধ্যেই হচ্ছে
আমার মতো অনেকেরই বুকের মধ্যে
ভেসে আসছে হয়তো সমুদ্র গর্জন
যা ভীষণ তাড়া করে সারাক্ষণ ভেতরে বাহিরে
ভাবতে ভাবতে ফিরে তাকাই তোমার দিকে
তোমার ভেতর থেকে ধেয়ে আসতে থাকে
শব্দের পর শব্দ,চিত্রকল্প,ছন্দ,উপমা
আর পঙক্তিময় সশব্দ উচ্চারণ
তবুও আমি কিছুতেই তোমাকে ছুঁতে পারিনা ।
কেমন যেন আড়াল , আড়াল, আড়াল ।