কিছু কথা থাকে যা বোঝা যায় না ,
বোঝানোও যায় না !
আবছা দৃশ্যাবলীর মত তাদের আনাগোনা !
যতই চেষ্টা করি কুয়াশার চাদর হটাবার,
কিছু কিছু স্থান থেকে যায় অধরা।
কিছু শব্দ আছে যা উচ্চারণ করা একান্ত কঠিন
সত্যি বলে জানা যায় তবু বলা হয়না কখনো।
কিছু কিছু স্বপ্ন থাকে হৃদয়ের গভীরে
যার অনুভূতি শুধু দাগ কাটে ।
সে স্বপ্ন তোমার হাতে দিয়ে যাবো ভাবি,
এভাবেই খুঁজে খুঁজে থেমে যেও।
এ আমি কোথায় এসে দাঁড়ালাম জানিনা।
শেষ বেলাতে চীনে লণ্ঠনের হলুদ মায়াবী
আলোর বোধ আমাকে ঢেকে দিচ্ছে,
অমল আলোর এ স্নিগ্ধতা আমার জন্য তো?
আমার বাউন্ডুলে মন স্পর্শ করুক
তোমাকে নীলিম উচ্ছলতায় !