সৃষ্টি রহস্যের সমীকরণে উৎকর্ষতা ভরে,
অঙ্গমর্দনে, মায়াময় চোখের তীক্ষ্ণতা ছুঁয়ে,
পীপাষু ঠোঁটের উষ্ণতা ছড়িয়ে,
নিঃশব্দে চাঁদের মতো কলঙ্ক মেখে,
শরীরী রেখায় এঁকে রাখতে চায়,
বিশ্বের অতি মহামূল্যবান ভাস্কর্যের নিদর্শন।
জীবনগুলোও মৃত্যুর খুব কাছাকাছি এসেও,
প্রণয় পিপাসার অতল শিহরণে রোমাঞ্চিত এভাবেই,,,
স্পর্শের আড়ালে লুকিয়ে সন্তর্পনে
সকল কামুক উন্মাদনা রহস্যচ্ছলে,
সীমাহীন অন্তরায় গুলোকে মহাকালের আন্তঃশীল কারাগারে নিক্ষেপ করে,
দীপ্তির আলোকে নোঙ্গর করে দৈহিক উষ্ণতার মহামিলনে উত্তাল দেহতরঙ্গ,
আবিষ্ট হতে চায় বলিষ্ঠ বাহুবন্ধনে।
নিভে যাক বুকের ভিতরে লুকিয়ে রাখা সকল কম্পন
আসুক তবে একঝাঁক অকাল বৃষ্টি
বুকের এপার ওপার ভেদ করে।