পাশাপাশি তোমার হাত ধরে হাঁটছিলাম
হাতে ধরালে একটা ছবি; অন্তর কেঁপে ওঠে,
যুদ্ধ বিরোধী প্রতিক! সাদা কালো ধুসরে
নিরেট বুক ভারি করা এক তীব্র যন্ত্রণার জগৎ
বিকলাঙ্গ চিন্তার কর্ষণ; অসুস্থ সমাজ মরা জাত।
চাবুক পড়ছিল ;রক্তাক্ত আমি অপলক নিথর,
তুমি বলেছিলে সব ছেড়ে এস মানুষের পাশে
গান উঠুক গলার তারস্বরে জনগণের জন্য।
মিছিলে ঘর্মাক্ত লোকগুলো ছুঁচালো চোয়াল
ধারালো পাঞ্জা প্রতিবাদী হাত ঈশ্বরের বিরুদ্ধে!
রসদ চাই নইলে ভেস্তে যাবে সব পরিশ্রম
পরিকল্পনার পেছনে একটা কংক্রিট উন্নয়ন
না হলে প্রগতিশীল তকমাটা হাতছাড়া হবে যে!
‘ মুখোশধারী পালাও কোথায়?’ পাগলটা জবাব চায়।