কোথাও যদি জায়গা খুঁজে না পাও
বিশ্বাসে দুটি হাত সামনে বাড়াও,
কোথাও যদি তিষ্ঠাতে না পারো –
সব ছেড়ে কবিগুরুর স্মরণ করো।।
একা মনে করে কষ্ট পাওয়ার কারণ নেই
একাকীত্বের মাঝেই তো অনন্ত সুখ সাগর।
শুধু কর্তব্যের দুটি হাতে জল কেটে এগোও-
বালুচড়ে মুক্তির নুড়ি পরে থাকবে,তুলে নিও।
” অসতো মা সৎ গময়, তমসো মা জ্যোতির্গময়,
মৃত্যোর্মা অমৃতং গময়…”