সৌজন্যবোধ মানব মনের
দৃপ্ত মহান আলো,
সততা ও উদারতার
গুণের আধার ভালো।
সভ্য ভদ্র আচরণ সাথ
প্রকাশিত হয় কাজে,
পারিবারিক শিক্ষা সংস্কৃতির
ভাব নৈতিকতায় রাজে।
লঘু গুরু মান্যতা পায়
সম্মান করে সবে,
সৌজন্যবোধ থাকলে হৃদে
মানবিক তারা হবে।
সুস্থ সমাজ গড়তে লাগে
শিষ্টাচারের বিধি,
সৌজন্যবোধ অন্তর মাঝে
জাগায় বিবেক নিধি।
আজ সমাজের সৌজন্যবোধের
লেশমাত্র না আছে,
অরাজকতা ও উশৃঙ্খলতা
রাজে সবার কাছে।