স্তবকে স্তবকে সাজানো ইচ্ছেরা
বুকের ভেতর মাতোয়ারা
সুরভিত হবার ব্যাকুলতা ত’রে
মনের দোরে কড়া নাড়ে
নাহ্ আর নয়——-
, যত বাঁধাই আসুক,কিসের ভয়!
নাইবা হলো কেউ পথের সাথী
ইচ্ছেরাই দেখাবে–আশার বাতি
তা, বেয়ারা মন ! বড্ড জেদী
যা ধরে —তা করেই ছাড়ে
এবারে তাই—–আর ,পিছুটান নয়-
শুধু এগিয়ে চলা—চরৈবেতি–
সমাজ ! লোকলজ্জা ! ধেত্তেরী !
ওগুলো তো এঁটুলির মতন–
মেয়েদের গায়ে চিরকাল——
সর্বণামের দেওয়া বিশেষণ গো!
তাবলে—-কলুর বলদের মতন
আর, ঘানি টানতে পারবো না
সে ,যে যা খুশি বলুক গে’—-
কেন? নারীদের কি স্বাভিমান নেই ?
ইচ্ছেগুলোও সে-ই কবে থেকে—-
জেদের মাদুর পেতে শুয়ে আছে
বুকের চাতালটাতে —–
ঠিক এখানটাতে—–
সিঁড়িগুলো টপকাতেই হবে-আমাকে
একথা ভাবতেই-কোত্থেকে একঝলক
অনুরাগী বাতাস ধেয়ে এসে
চুমু খেলো, গালে—-মুখে
আর,আমি যেন স্পষ্ট শুনতে পেলাম-
কানের কাছে মৃদু ফিসফিসানি—
‘ যা এগিয়ে–আত্মবিশ্বাসে—
– মাভৈঃ রবে সোপান পথে—