আজ আবার স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে,
চেনা সোনালী সকালে তোমার অচেনা আবির্ভাব l
স্বর্ণ বর্ণে রাঙা মুখের উজ্জ্বল দিগন্ত ছাড়িয়ে
পূর্ব আকাশে অবাক নয়নে তাকিয়ে তুমি l
কোনো এক সোনালী ভোরে নদীর আঙিনায় তোমার আমার দেখা l
হারানো ভালোবাসা পুনরুদ্ধারের হাসি কোমল ঠোঁটে l
সম্পূর্ণ প্রাপ্তির অপরিসীম আকাঙক্ষা,
হাজার বছরের না ডাকা ডাক দিয়ে যায় l
স্বপ্ন ভঙ্গ কালে ভাবি !
কালের গর্ভে স্বপ্ন হারিয়ে গেলে?
হৃদয় দেওয়াল বিধ্বস্ত হলে?
স্মৃতির গহ্বরে চেনা পথ লুপ্ত হলে?
অচেনা গন্তব্য বেয়ে বিশ্বাসের বাহন হয়ে
আসবো তোমার স্বপ্নের নগরে l
জোছনা চুঁয়ে পরা কুয়াশা মারিয়ে
শিশির স্নানের মায়াবী ভোরে,
শেষ কথা হয়েছিল সোনালী আকাশ তলে l
হৃদয় আজ আনুষ্ঠানিক নীরব,
মন বুনছে বিষন্নতার অলংকার,
তোমার স্পর্শের আঁচড়ে অস্পষ্ট আমার হৃদয় আকাশ l
কবিতার বিচ্যুতি হচ্ছে নিজস্ব কক্ষপথ থেকে l
সোনালী আকাশে বৈষম্য মেঘ বসতি
ধূ ধূ পথ অতিক্রম করে..
শেষ প্রান্তে দাঁড়িয়ে শ্বাস নেওয়ার মতো
তোমার প্রতীক্ষায় আমি l
আমার সো-না-লী -ভা-লো-বা-সা ll