সময়ের কাঁটায় আরও বিক্ষত হও গোলাপ,
তারপর ধ্বংসস্তুপের নগরীতে হয়ে থাকো সভ্যতার ফসিল,
এখানেও কেউ ভালোবেসেছিল, কষ্ট পেয়েছিলো, হয়েছিলো কেউ কেউ সুখী
সেই চিত্র ফুঁটে উঠেছিলো গানে, কবিতায়, নাট্যতে, পানশালায়, ব্রোথেলে
অন্ধকার জমে আসলে, জমে উঠতো সবই একদা ;
তারপর একদিন মড়ক চলে গেলে, দুর্ভিক্ষ থেমে গেলে
ধ্বংসস্তূপেরা কথা বলে উঠবে, গান গেয়ে উঠবে পুরাতন ব্যথিত আত্মারা,
অপেরার প্রধান হাত নেড়ে নেড়ে দিবে দিকনির্দেশ,
ঝড়ে পর্যুদস্ত নাবিকের চোখে তখন খেলবে সোনালি আলো।