আমাকে অনেকে অনেক কিছু বোঝায়
তবু আমি বুঝতে চাই না
আমাকে অনেকে অনেক কিছু শেখায়
তবু আমি ওসব শিখতে চাই না ;
আমাকে অনেকে অনেক কিছু দেখায়
তবুও আমি ওগুলো দেখতে চাই না ,
আমাকে অনেকেই ভিতরে ভিতরে ভীষণ গালাগালি দেয়
তবু আমি তাতে কান পাতি না
উপরন্ত আমি তাদেরকে আশীর্বাদ করি
আমাকে অনেকে দিবা রাত্র অভিশাপ দেয়
তবু আমি ওদের মুখের দিকে তাকিয়ে হেসে দিই ,
আমাকে দেখে আমার অনেক আত্মীয়রা নাক সিটকায়
আমিও সবে পাত্তা না দিয়ে ব্যস্ত থাকি তাদের মঙ্গল কামনায়;
আমাকে কতজনের কত রকম বিলাসিতার গল্প শোনায়
ঐ বিলাসিতার গল্প শুনে আমার গা গোলায়,
আমার এই সাদামাটা জীবন দেখে অনেকে মদ; গাঁজা; সিগারেট; তাস; লটারী; জুয়ার; স্বপ্ন দেখায়
আমি দেখতে চাই না, হেঁটে চলি নিজের ভাবনায়
মোটা মোটা নোটের বান্ডিল…
বের করতে পারি না বলে ওরা আমায় কৃপণ বলে
আমি ওসব কথা গায়ে মাখি না, সোজা পথে যায় চলে।