অন্যের ঘর ভেঙে সাজাও
নিজের ঘর,মিত্র ছেড়ে-
আপন করলে পর।
জেনে রাখ,ওরা বেইমান,
একদিন সে ভাঙবেই ভাঙবে,
ভাঙবে তোমার ঘর।
বেইমানিরা চিরকালই
করে বেইমানি!
অন্যের ঘরে আগুন দিয়ে
আজ যে করে উল্লাস,
সে আগুনএকদিন পোড়াবে
তাকে, পোড়াবে তার ঘর!
কে নেবে, কার দায়,
সবাই এড়িয়ে যায়,
কেউ বুঝুক না বুঝুক,
অন্যের ঘর পোড়া আগুন সুখ,
পোড়াবে তোমার মুখ।
লঙ্কা দাহন করে বুঝেছিল,
মুখপোড়া হনুমান!
সময় থাকতে রুখে না দাঁড়ালে,
সে ভুলের মাশুল দিতে হবে।
যে আগুন অন্যের ঘর পোড়ায়
সে আগুন একদিন
পোড়াবে তোমাকে !