বড়দিনের কেক কিনে বাড়িতে যখন আসি
আনন্দে নাচতে থাকে আমার মায়ের মাসী
উনিও মাথার পাশে রেখেছিলেন
নতুন মোজা
তাতে নাকি অনেক কিছু ছিল গোজা।
স্যান্টা নাকি এসেছিল মায়ের মাসীর কাছে
ঠাম্মার নাকি স্যান্টার সাথে সেলফি আছে।
বড়দিনের কেক কিনে বাড়িতে যখন আসি
আনন্দে নাচতে থাকে আমার মায়ের মাসী
উনিও মাথার পাশে রেখেছিলেন
নতুন মোজা
তাতে নাকি অনেক কিছু ছিল গোজা।
স্যান্টা নাকি এসেছিল মায়ের মাসীর কাছে
ঠাম্মার নাকি স্যান্টার সাথে সেলফি আছে।