মায়ের শাসন মায়ের বারণ
মায়ের কতো মানা
দরদী আদরে ভোলায় তখন
সেবিকার সেতো জানা।
আদর স্নেহ মমতা যতো
ছিল যে হৃদয় জুড়ে
বাসতো ভালো মায়ের মতো
জড়িয়ে বুকে ধরে।
শোনাত আমায় নিজের মুখে
ঘুমপাড়নি ছড়া গান
মেঘের ভেলায় আকাশের বুকে
বিহগের মধুর কলতান।
আদরে যতনে ভরিয়ে সোহাগে
রাখতো আমায় আগলে
স্মৃতির ঘরে ধাত্রী রূপে আজকে
যাইনি যে তাকে ভুলে।