মানব সেবার শপথ নিয়ে
ডাক্তার হয়েছিলাম,
বিকিয়ে দিয়ে মনুষ্যত্ব
হলাম টাকার গোলাম!
স্বদেশ সেবার পুণ্যব্রতে
হলাম দেশের নেতা,
আখের গোছাই আগেভাগে
ভুলেই দেশের কথা!
কোটি কোটি-তে বিক্রি হতে
নেইকো নীতি -বালাই,
এক দলের টিকিটে জিতে
অন্য দলে পালাই।
জাতি গড়ার স্বপ্ন বুকে
নিলাম শিক্ষকতা,
শিক্ষক – ছাত্র, এখন আমরা
ক্রেতা আর বিক্রেতা!
চাকরি পেয়ে হয়েছি আজ
মস্ত অফিসার,
সাহেব হয়ে নিচ্ছি সেলাম
বাঁ-পকেট-ই সার।
দেশ সেবার জন্য আমি
হলাম ব্যবসাদার,
ভেজাল কর্মের নিপুণতায়
খ্যাতি- ভেজালদার।
মায়ের বুকে সবাই মিলে
বসাই আমরা ছুরি,
দেশের কথা ভাবে কে-আর
ভাবের ঘরে চুরি!