পৃথিবীর দু দিনের অতিথি (আমারা)
তবু জিভে ধ্বংসের নিয়মিত আগুন
দৃষ্টিতে অগুনতি ছুঁচ
স্পর্শে বিষাক্ত তীক্ষ্ণ নখ
বৃথা মানুষ জন্ম কেন?
হাহাকারের গালিচা গুটিয়ে ফেলতে
শব্দের সাধনা করব
কবিতা গর্ভবতী হলে
হয়তো বিশুদ্ধ রক্ত মাংসের
মানুষ প্রসব করবে।
পৃথিবীর দু দিনের অতিথি (আমারা)
তবু জিভে ধ্বংসের নিয়মিত আগুন
দৃষ্টিতে অগুনতি ছুঁচ
স্পর্শে বিষাক্ত তীক্ষ্ণ নখ
বৃথা মানুষ জন্ম কেন?
হাহাকারের গালিচা গুটিয়ে ফেলতে
শব্দের সাধনা করব
কবিতা গর্ভবতী হলে
হয়তো বিশুদ্ধ রক্ত মাংসের
মানুষ প্রসব করবে।