শিশুকালে ছিল না ভোগবিলাসের আয়োজন
সাদাসিধা ছিল তখনকার জীবন
সকলে ছিল চাকরদেরই শাসনের অধীনে
আদর ব্যাপারটা অভিভাবকদেরই বিনোদনে।
আহারেও ছিল না কোন শৌখিনতা
এই অনাদর দিয়েছিল স্বাধীনতা
সেই স্বাধীনতায় মুক্ত ছিল মন
বললেন ঠাকুর পরিবারের নন্দন।
সেকালের কিছু কথায় অবাক হই
ছিল প্রচলিত বেশ কিছু বই
বইগুলো চাণক্যশ্লোকের অনুবাদ
শিশুরবি পেল সাহিত্যরসের আস্বাদ।
চাণক্যশ্লোক ও কৃত্তিবাসী রামায়ণ চাকরমহলে
তাই তো রবির সাহিত্যচর্চার সূত্রপাত সেই স্থলে
পড়ার বিষয় হিসেবে রামায়ণই ছিল প্রধান
জ্ঞানের আলো দীপ্ত হল কৃত্তিবাসী অমোঘ টান।
মন দিয়ে পড়ছে বসে চৌকোণ বারান্দায়
বিগলিত মন রামায়ণের করুণ বর্ণনায়
অশ্রুধারা বরিষে শিশু রবির দু’নয়নে
মেঘাচ্ছন্ন আকাশ শিশু কবি মুগ্ধ রামায়ণে।