বিশ্বজুড়ে থরে থরে
অসীম যাহার সৃষ্টি,
তাঁর মহিমার নাই পারাবার
শ্রদ্ধায় মুগ্ধ দৃষ্টি।
আকাশ মাঝে তারা রাজে
নক্ষত্রের ওই মেলা,
প্রভুর সৃষ্টি অরূপ কৃষ্টি
লীলাময়ের খেলা।
মরু , নদী ঝর্ণা রাশি
সাগর,গিরি যতো,
দেখে আঁখি বিস্ময় মাখি
মাথা নত ততো।
আহ্নিক গতি বার্ষিক গতি
চলে নিয়ম মেনে,
সকল কর্মে নিয়ম ধর্মে
নেই যে সবাই জেনে।
পালনহার তাই সারাৎসার ভাই
প্রভুকেই যে জানি,
জীবন ধর্মে হৃদি মর্মে
ভক্তি ভরে মানি।