জীবনে যে স্বপন, দেখেনু বারে-বারে…
সময় এসেছে বুঝি তা পুরিবারে ।
নীরবতার আঁধারে ডুবে ছিলো বাঁশী ,
বসন্ত মৃদুল হাওয়া বারতা দেয় আসি ।
বিস্তৃত বাসনা যত মনের ভিতর…
ভীড় করি সমুখে পেতেছে আসর ।
স্বপ্নালু সেই হাসি ফিরে আসে বুঝি ,
আশাতরীর দাঁড় বেয়ে ধায় মন-মাঝি ।
উঁকি দেয় মনে আজ যত ভোলা গান
বিষাদের ঘোর হতে জেগে ওঠে প্রাণ ।
ভেবেছিলেম এ জগতে পাবো না আর কিছু,
সৃজনের দূত আসে মোর পিছু পিছু !
কলমের অশ্রু আজ বাঁধ মানে না ,
ফোঁটা ফোঁটা অশ্রুতে রচে রচনা ।
মন বলে এ জগতে সব কিছু মিশে…
সৃষ্টির সাথে মিলে বাঁচুক ভালোবেসে ।
কামনা, বাসনা আজ খুলে দিলো দ্বার
ভাবনার রঙ্গীন ফসল করে দেয় উজাড় ।