পায়ের তলা থেকে হঠাৎ এক একটা সিঁড়ি সরে যাচ্ছে
মায়া নগরী
অদৃশ্য শক্তি গ্রাস করছে লাল গোলাপ,নূপুর
নীল চাদর রূপ বদলে কয়লা
ভেতর ভেতর মজুদ রাখব অনেক সিঁড়ি
টলমল পায়ে হাঁটার জন্য পশুরা আছে
কাঁটা গোলাপের জন্ম দেব
নষ্ট জিভকে ভষ্ম করতে
এখন নতুন চাদর পেতে
খেচর দের মনের গৃহ প্রবেশ হোক
কবিতার অগুনতি পালকে থাক
আগামীর ঠিকানা
আর
সূর্যের আশীর্বাদ