কি ভাবে একা একটা রাত
পাশ বালিশ নিয়ে ঘুমিয়ে যায়
আমাকে না নিয়েই
জানিনা
মন খারাপের ঝোলা টা ও-
ভীষণ সময় বুঝে
সারা দিন সুখ নিদ্রার পর
গভীর রাতে
জাপ্টে ধরে আমায়
শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা
রাত ফুলেদের মাসিক
বেতন কেটে নেব
নইলে বিদায় দেব
আসলে ঝোলা টা
ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত
তার প্লেটে
একটা সুস্বাদু ও পুষ্টিকর
কবিতা সাজাতে হবে।
তৃপ্তির ঢেকুরে…
তৃপ্তির ঘুম