দুটো আকাশের দিকে তাকালে
নেশা হয় খুব
এতো সুখী কেন
এ প্রশ্ন নিয়ে গাঙচিল হই
যাপনের কালসিটে রূপ বদলে
রাজহাঁস
খেলা করে সোনার নদীতে
অথচ ছায়া ছোট বড়ো হলেই
ধূসর নেশা
তা তাজা করতে
নতজানু হই
অখণ্ড নীলের কাছে
দুটো আকাশের
নেশা তুচ্ছ হয়
বিন্দু প্রেম বিসর্জনে
সিন্ধু চুম্বন
ফাঁকা গুলো পূর্ণ হয়
জীবনে জীবনে