কিছু কিছু দীর্ঘশ্বাস
ঘুরে,ঘুরেই ধাক্কা দেয়-
যেখানে হৃদয় বলে বস্তু আছে।
তুমি তো জানি মহা প্রেমিক
বিজ্ঞাপিত আছে আগা-পাশতলা
তবে কেন এতো শিহরণ জাগে
রাতগুলো ডুবে যায় মৃত্যুর স্রোতে ?
অসহায় পাখির মতো ভয়ে জড়সড়
ভেঙে ডানা ,ছাল ছাড়ানো-
ককিয়ে ওঠে মৃত্যু যন্ত্রনায়।
আকাশ কি জানতো কার্বনে ভরবে ?
স্বপ্নের বাইরে …সব বিশ্বাস ভাঙবে।
বোবামুখে সময়ের ধারাপাত
বড় চালাকিতে ধর্মরাজ সেজেছো।
স্বার্থের সরকীতে বিবেক ক্ষত কর অহরহ।
তোমার এষায় ইতিহাস অপেক্ষায়
হিংলাজে মরুভুমি ফোটাবে ফুল।
অপেক্ষার বেলারা একদিন জল পাবে দূষণে,
প্রাণ পাবে ঝিমিয়ে ওরা নিপীড়িত প্রহর।
সেইদিনের মহাজাগরণে জাগবে সহস্র সম্পাদক।