একটা সুযোগের দরজা বন্ধ হয়ে গেলে তাতে
ঘাবড়ানোর তো কিছু নেই,
কে বলতে পারে হয়তো একটা জানালার পাল্লা খুলে আসবে আশার আলো।
মিথ্যা অপদস্তে খুব আপন মানুষজন বদনাম
শুরু করলেই বা কি যায় আসে!
শক্ত হাতে নিজেকে নিয়ন্ত্রন করে একদম দূরে
সরিয়ে নিন ত্রিসীমানা থেকে।
কে বলতে পারে হয়তো কোনো সুহৃদ সুসম্পর্ক সসম্মানে আহ্বান করছে।
পথ চলুন নিজের ওপর রাখা বিশ্বাসে, আত্ম মর্যাদায় মাথা উঁচু করে,
যতই মাথা ঝুঁকিয়ে সামনের জনকে সম্মান দিতে উদ্যোগী হোন না কেন,
সম্মান গ্রহণ করার যোগ্যতা জগৎ সংসারে থাকা সকল মানুষের থাকে না।
আত্মসম্মান বিকিয়ে একদম এগিয়ে চলা নয়,
বরং আত্মমর্যাদার গরিমা আঁকড়ে,
অভীষ্ট লক্ষ্যে নীরবতায় চরৈবেতি মন্ত্রে দীক্ষিত হয়ে সাধনায় ডুব মনুষ্য জীবন।