কুয়াশা-পালক সুড়সুড়ি দেয় নাকে
চঞ্চল হয় মন
আর
রাত-মেয়েটি গালে হাত দিয়ে
বসে থাকে চুপটি…
নিস্তব্দতায় সুর ঢালবে বলে
চাঁদ- সাদা পায়রা
নীরব চিঠি পৌঁছে দেয়
প্রিয়জনের কাছে
শিরায় শিরায় জাগ্রত হয়
তোমার সুগন্ধ
কুয়াশা-পালক সুড়সুড়ি দেয় নাকে
চঞ্চল হয় মন
আর
রাত-মেয়েটি গালে হাত দিয়ে
বসে থাকে চুপটি…
নিস্তব্দতায় সুর ঢালবে বলে
চাঁদ- সাদা পায়রা
নীরব চিঠি পৌঁছে দেয়
প্রিয়জনের কাছে
শিরায় শিরায় জাগ্রত হয়
তোমার সুগন্ধ