সুন্দর তুমি হয়ে ওঠ প্রতিভাত—
সুন্দর তুমি হও নাকো সহজাত।
সুন্দর তুমি জ্বলে ওঠ উদ্দীপনায়,
সুন্দর তুমি আবেগে মেশো অণুকণায়।
সুন্দর তুমি কি সত্যের পূজারী?
সুন্দর তুমিই আবার কখনও ব্যভিচারী!
সুন্দর তুমি কি পরম আশ্লেষে
অনাঘ্রাতা মোহের নির্ভেজাল বাহুপাশে।
সুন্দর তুমি তো স্বয়ং শিবের প্রতিভূ—
তোমার অভাবে উপেক্ষিত কেন কেউ তবু!
সুন্দর তুমি হও যদি আদিনাথের
প্রতিভা!
বিকশিত হোক অন্ধখঞ্জেরও সৌন্দর্যের শোভা।
সুন্দর তোমার রূপের গরবে উদ্বেলিত বুক,
কখনও উন্নাসিক কখনও বা আ্যসিডে জ্বলে মুখ।
সুন্দর তুমি প্রাণসখা,জনমের প্রেয়সী—
সুখের ঘরে অসুখ হানো,জীবন সর্বনাশী।
সুন্দর তুমি প্রস্ফুটিত হও আপন গরিমায়,
মুছে ফেল মনের অসৌন্দর্য এক লহমায়।
মুকুলিত হোক সুন্দরের সুচিন্তনদৃষ্টি—
সৌরভে তার মাতোয়ারা হোক প্রাণকর্তার সৃষ্টি।।