সুন্দর মুখে সুন্দর মন হয় না সব সময়
অসুন্দরও জিতে যায় তার আপন প্রতিভায়।
কতো কারো মুখ আছে উন্মুখ ছবিতেই সুন্দর,
সামনাসামনি দেখলে পরে নয় ততো সুন্দর ।
হাসি হাসি মুখে সবাই নিজের ছবি তুলতে চায়
মুখটা মনের আয়না কিনা সেটা বোঝা হলো দায়।
তবুওতো দেখি সুন্দর মুখ সবসময়ই জেতে
মনের ভিতর ময়লা থাকলে আড়াল করে রাখে।
মুখে যদি কারো সবসময়ে মিষ্টি হাসিটি থাকে
এই দুনিয়ায় কঠিন কাজটা সহজ করে রাখে।
মনে রাগ মুখে হাসি এনে অনেকেই রূপ দেখায়
পৃথিবীর এই রঙ্গমঞ্চে কি দারুণ অভিনয়।
সাময়িকভাবে ভালো হয়ে কতো তাক লাগানো যায়
গোমড়ামুখের পরাজয় কারণ কেউ তারে না চায়।
যে যাই বলুন বাংলায় এক প্রবাদ বাক্য আছে
দর্শনধারীকে সবাই চায় দেখতে ভালো লাগে।
গুণের বিচার করে লোক আজও দর্শনের পরে
আগাড়ি দর্শন ধারী পিছাড়ি গুণ বিচারী এমন বলে থাকে।
সুন্দর মুখ আবার যখন মাকাল ফলও হয়
দর্শনধারী বটে তবুও মাথায় গোবর রয়।
কালো ধলো যাহোক বলো নিন্দনীয় নয়
বিদ্যা জ্ঞান আর বুদ্ধিতে হয় আসল পরিচয়।
রূপের বিচার দিয়ে জেনো কিছুই হবার নয়
বিদ্যার গুণ সবসময়ই আলোকোজ্জ্বল হয়।
প্রথম দিকে রূপের আলো সবার চোখ ধাঁধায়
গুণের আলো জেনে রেখো ধীরেই প্রকাশ পায়।
স্বদেশে পূজ্যতে রাজা দেশের পূজা পায়
বিদ্বান আর গুণী মানুষ জগত পূজ্য হয়।।