ফিনফিনে শীতের সবুজে
কি সুন্দর সেজেছো সকাল !
এ সময়ে প্রাণের পরিধি বাড়ে
আলোর দৃষ্টি সুখে নেচে ওঠে বুকের পাতাল ।
পাওয়া না- পাওয়ার যত গোপনীয় আঁক
জোঁকের আয়ুতে বসে’ করে হাঁকডাক
আজ তারা সুন্দরের প্রশ্রয়ে থাক ।
জানি এ সকাল স্বাদ পুড়ে যাবে কাল
তবুও এ অনুভূতি থিতু চিরস্থায়ী ।
জীবনের নাভিজলে শ’য়ে শ’য়ে জন্ম ধুলো
ধুয়ে ধুয়ে নতুনের অবাক- আশ্রয়ী ।
তবুও এ সত্য কখনও হবে না উদ্বায়ী ।