ঘনকালো কৃষ্ণমেঘে গগনের মাঝে,
ধরাতলে আগমনে বিলম্বিত ক্ষণে;
দামিনীর রূপরাশি আড়ম্বরে রাজে,
দিবাকর লুকায়িত গোধূলির সনে।
রিমিঝিমি বরষা যে হিরণ্য ছটায়,
কখনো অঝোর কভু টাপুর টুপুর;
হরষে মাতায় সবে মন ভরে যায়,
মন্দ্রিত ছন্দিত লয়ে বাজায় নূপুর।
ময়ূরে পেখম মেলে বিমোহিত রূপে,
কদম কেয়ারা সিক্ত উন্মেষের সুখে;
প্রেমরাগে মত্ত হয়ে অলি ধায় চুপে,
সরস মাঠেতে ব্যস্ত চাষি হাসি মুখে।
সুন্দরী বরষা সাজে কাব্যের পাতায়,
সময়ের পৈঠা বেয়ে স্মৃতি মনে ছায়।