দুঃখের নিষ্ঠুর কাঁটা বিদ্ধ করে
আঁধার মহী কাঁদে!
আলোর সন্ধান পাবোই আমরা দেখো,
যতই পড়ি ফাঁদে!
ব্যাথায় ধরা ছটফট করে শুধু
বাঁচাও বাঁচাও বলে।
সঠিক আলোর সন্ধান দেবে প্রভু!
সময় যাচ্ছে চলে।
দুঃখের নিষ্ঠুর কাঁটা বিদ্ধ করে
আঁধার মহী কাঁদে!
আলোর সন্ধান পাবোই আমরা দেখো,
যতই পড়ি ফাঁদে!
ব্যাথায় ধরা ছটফট করে শুধু
বাঁচাও বাঁচাও বলে।
সঠিক আলোর সন্ধান দেবে প্রভু!
সময় যাচ্ছে চলে।