বিষন্নতায় মোড়া করুণ সমাজে চারিদিকে শুধু আকাল হাহাকার,
প্রতিনিয়ত স্বপ্নেরা মাথা কুটছে, হতাশাগ্ৰস্ত কত যে বেকার!
উথাল পাথাল মনের মধ্যে বেদনার তরঙ্গরা,
বেঘোরে অতলে হারিয়ে যাচ্ছে হয়ে দিশেহারা।
বর্তমান ধামাধরা সমাজে অযোগ্যের কদর অবিরত,
চলছে চাকরির বেচাকেনা, শিক্ষাগত যোগ্যতা পদদলিত।
স্বজন পোষণের কালোবাজারি চলে গোপনে ডেরায়,
স্বার্থপর হয়েছে সমাজ মনুষ্যত্ব গিয়েছে হারায়।
মুখোশের আড়ালে সভ্যতা বেদনা বিধুর স্তব্ধ।
তবুও মানুষ অপেক্ষায় থাকে পরিবর্তন নিশ্চয় হবে একদিন।
সততাকে আঁকড়ে স্বপ্ন দেখে অমানিশা কেটে আসবে সুদিন।