আঁশটে গন্ধমাখা ঘোলাটে চোখের সূর্যটা
গতবীর্য হয়ে লেপের তলায় ওম খোঁজে।
তার কলপ করা চুল আর মসৃণ গাল ঘসতে চায়
নরম চাঁদের গ্রীবাতে।
অশক্ত আঙুলগুলো সোমরসে ডুবিয়ে করেছে কিঞ্চিত কর্মদক্ষ যাতে মৈনাক শিখর অন্তত একটু হলেও ছুঁতে পারে ।
বানপ্রস্থে যাবার আগে এই উদগ্র বাসনা মেটাতে সে জটিঙ্গার পাখি হতে চায়।
অসম জটিল খেলাতে তার মৃত্যু হলেও বরেণ্য আখ্যা পেয়ে আশ্রয় পায় সেলিব্রেটি ঘরাণায়।
দুর্ভাগা চাঁদ নেয় দড়ির ঘরে বাস , তার তো দূকূলই আজ বানভাসী ।
সিঁড়িভাঙা অঙ্ক না শিখে জীবনের পরীক্ষার প্রশ্নপত্রে থাকা তেল মাখানো বাঁশের পাটিগণিত তাকে মারে বিশাল থাপ্পড়।
কলমের পরিশ্রম মননে , দেহতে নয় ,
আপ্তবাক্যের হয় পুনরাবৃত্তি ।