তাহলে…
কয়েকটা নতুন আলু পুড়িয়ে খেতেই হয়
কারণ কয়েকটা রাতের কথা ভুলে যেতে চাই
এভাবে –
স্মৃতিচাষ করতে থাকলে
কোথায় তলিয়ে যাবে হরিণ শাবক
কি জানি
এমন দিনে আমি Vicks vapo rub টা
বালিশের ঠিক নীচেই রাখি
নাহলে কবিতা সব –
না ফেরা পাখি
তাহলে…
কয়েকটা নতুন আলু পুড়িয়ে খেতেই হয়
কারণ কয়েকটা রাতের কথা ভুলে যেতে চাই
এভাবে –
স্মৃতিচাষ করতে থাকলে
কোথায় তলিয়ে যাবে হরিণ শাবক
কি জানি
এমন দিনে আমি Vicks vapo rub টা
বালিশের ঠিক নীচেই রাখি
নাহলে কবিতা সব –
না ফেরা পাখি