ভীষন সুখে বাঁচতে চাই, না যাওয়া অবধি,
ইচ্ছেরা ভাঁজে ভাঁজে জড়িয়ে ধরে আলতো ইশারায়,
প্রারম্ভিক শর্ত মেনে চোখে চোখে হয়েছে অনেক কথাই,
পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়েছি মেধাবী আলোছায়ায়।
সমান্তরাল রেখা বরাবর দীর্ঘ হয় ছায়া,
কিছু শব্দ জমা রেখে আসি জোনাকির কাছে,
মসৃণ আলোয় শুরু হয় প্রাত্যহিক দিনলিপি,
সুখসমুদ্রে আঁকড়ে ধরি কড়িবরগার প্রান্ত,
শেষের শেষপথে টেনে দিই ইপ্সিত লক্ষণরেখা।
রুদ্ধদ্বার বৃষ্টি আসুক জলচৌকি আসনে,
ধুয়ে মুছে যাক স্মৃতির অস্থির জঞ্জাল,
রূপকথা নেমে আসুক কবিতায় তোমার ছোঁয়ায়,
আমি যে ভীষন সুখে বাঁচতে চাই না যাওয়া অবধি ……….