ভাঙা ঘরে বসত আমার
দুঃখ কাঁড়ি কাঁড়ি,
সুখ-পাখিটা ধার ঘেঁষে না
দিয়েছে গো আড়ি।
অভাব ঘরে মা ভাই বোনে
শত কষ্টে থাকি,
শ্রমেতে লাজ নেইকো আমার
মালিকে দেয় ফাঁকি।
যত করি চেষ্টা আমি
মনে বেঁধে আশা,
বিধি সদয় হলে তবে
গড়ব নতুন বাসা।
নিঠুর খেলা ভাগ্য খেলে
আমায় নিয়ে নিত্য,
দুমুঠো ভাত ক্যামনে দেবো
ভেবে কাতর চিত্ত।
চলতে পথে হোঁচট খেয়ে
মুখ থুবড়ে পড়ি,
মনের জোরে উঠে দাঁড়াই
সাঁইকে স্মরণ করি।