সুখের আশায় সারাটা জীবন
বৃথাই কাটলো ক্ষণ,
সুখের পরশ পাইনি কখনো
বেদনা বিধুর মন।
দিনের শেষেতে রজনী আসলে
স্বপন আঁখিতে রয়,
সোনাঝরা এক সোনালি প্রভাতে
দূরে যাবে সব ভয়।
টুটে যায় আশে হাহাকার ভাসে
চোখেতে আঁধার ঘোর,
নাহি মিলে কাজে মন ভরে লাজে
দেখি না সুখের ভোর।
বিষন্ন মনে অবসাদ সনে
অসার সকল হয়,
ঘুচলে যে দুখে যেত দিন সুখে
দহন জ্বালার ক্ষয়।
ওগো দয়াময় কৃপা করে মোরে
দাও গো একটু ঠাঁই,
আর কিছু কভু চাই না গো প্রভু
দয়া করো তুমি সাঁই।