নয়ন আলোকে তোমা দেখি সুখে
তুমি সুন্দর অতি,
কত শোভা রূপ দেখে ভরে বুক
প্রেমে ভরে সদা মতি।
তোমার রূপের নেই যে তুলনা
সুখের পরশ তুমি,
সবাকার প্রিয়া নিশীথের দিয়া
শস্য শ্যামলা ভূমি।
যত দেখি তোমা নেই তব সমা
বারে বারে তাই বুঝি,
সব আশা স্বাদ পাইতে অবাধ
তোমাকেই তাই খুঁজি।
তব মাঝে বাস নিই সুখে শ্বাস
যতনেতে থাকি সবে,
আহার বিহার খুশিতে সবার
আনন্দ কত ভবে।
যত ভালোবাসা বুক ভরা আশা
তোমাতেই পাই সুখে,
তোমার অসীম সৃষ্টি সুধায়
রই মেতে হাসি মুখে।